৭৫ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন জেলা ব্যাপী
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- প্রতি বছর ২৬ শে জানুয়ারি দেশব্যাপী পালিত হয় সাধারণতন্ত্র দিবস যা গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস নামেও পরিচিত। এবছর ৭৫ তম সাধারণতন্ত্র দিবস দেশব্যাপী মহাসমারোহে পালিত হয় সরকারি বেসরকারি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে। সেইরূপ বীরভূম জেলার ক্ষেত্রেও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ও যথাযথ ভাবে পালনের খবর পাওয়া যায়। রামপুরহাটের মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে। উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচাওয়াজে সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিনের কুচাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহন করেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা।
খয়রাশোল ব্লক প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন্দু গাঙ্গুলী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর।
ব্লক চত্ত্বরের একাংশে অবস্থিত জি/১৬৭ ব্যাটেলিয়ন সিআরপিএফ ক্যাম্প। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার তাপস রায়। সেনা জওয়ানরা বিভিন্ন কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।অনুরূপ সিউড়ি,দুবরাজপুর,রাজনগর সহ অনন্য ব্লক এলাকা থেকেও যথাযথ ভাবে ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের খবর পাওয়া গেছে।