৭৫ বছর পূর্তির পুজোর উদ্বোধনে জেলাশাসক সহ অভিনেত্রী
সেখ সামসুদ্দিন, ১৫ অক্টোবরঃ মেমারি কালীতলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির ৭৫ বছর পূর্তিতে আজ তৃতীয়ায় পুজোর উদ্বোধন করেন জেলাশাসকসহ অভিনেত্রী দিয়া চক্রবর্তী। শুভেন্দু গুহ স্মৃতি মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলাশাসক পূর্ণেন্দু মাঝি পূর্ব বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল পূর্ব বর্ধমান সদর দক্ষিণ পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী মেমারি এক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডাঃ আলী মহঃ ওয়ালী উল্লাহ, অভিনেত্রী দিয়া চক্রবর্তী, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা পুজো কমিটির সভাপতি সুপ্রিয় সামন্ত সহ পুজো কমিটির সদস্যবৃন্দ। জেলাশাসক কামনা করেন সকলের পুজো ভালোভাবে কাটুক, সম্প্রীতির পরিবেশ বজায় থাকুক। অভিনেত্রী বলেন শহর ও গ্রামের পুজো পৃথক পরিবেশ অবশ্যই থাকে তবে গ্রামের পূজোতে মানুষের ঐক্যবদ্ধ রূপ দেখতে পাওয়া যায়। সভাপতি বলেন পুজো মানেই সম্প্রীতি, সকলের মধ্যে বজায় থাকুক সৌহার্দ্যের পরিবেশ, সদা সতর্ক থেকে শান্তিতে পুজোর কটা দিন কাটান।