৮০ তম প্রতিষ্ঠাদিবস পালন রবীন্দ্রভারতী সোসাইটির

৮০ তম প্রতিষ্ঠাদিবস পালন রবীন্দ্রভারতী সোসাইটির

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা আদর্শ দর্শন এই তিনটি মন্ত্র সম্বল করে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অঙ্গনে প্রতিষ্ঠিত রবীন্দ্রভারতী সোসাইটির যাত্রা শুরু হয়েছিল ১৯৪৭ সালের জানুয়ারি ১৫ তারিখে – যা এবারে ৮০ তম বর্ষে পদার্পণ করল। এই দিনটিকে স্মরণ করে সোসাইটি তাদের রথীন্দ্রমঞ্চে মহাসমারোহে পালন করল ৮০ তম প্রতিষ্ঠাদিবস। রবীন্দ্রভারতী সোসাইটির শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সংগীত, প্রদীপ প্রজ্জ্বলন ও কবিগুরু এবং রথীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাদিবস উদযাপন অনুষ্ঠান। সম্মানীয় অতিথি রূপে মঞ্চে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা ড. সোনালী চক্রবর্তী ব্যানার্জী, বাংলার স্বনামধন্য প্রখ্যাত চলচ্চিত্রশিল্পী মাধবী মুখোপাধ্যায়, বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী ও শিক্ষিকা প্রমিতা মল্লিক। সোসাইটির কর্মকর্তাদের তরফে ছিলেন কার্যকরী সভাপতি ড. সুজিত কুমার বসু, সহ-সভাপতি অনিন্দ্য কুমার মিত্র ও বিচারপতি সৌমিত্র পাল এবং সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়। মঞ্চে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় মাধবী মুখোপাধ্যায় ও প্রমিতা মল্লিককে। স্বাগত ভাষণে সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় ঐতিহ্যমণ্ডিত ও গৌরববাহী এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সূচনালগ্ন থেকে আজকের অবস্থান বিস্তারিত ব্যাখ্যা করেন। এরপর ভাষণ দেন মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। স্বল্পভাষণে মাধবী মুখোপাধ্যায় ও প্রমিতা মল্লিক তাঁদের আনন্দপূর্ণ অনুভূতির কথা ব্যক্ত করেন। রবীন্দ্রসংগীত গেয়ে শোনান প্রমিতা মল্লিক। স্মরণীয় এই দিনটি উপলক্ষ্যে সোসাইটির সাহিত্য পত্রিকা ‘সাহিত্য পত্র’-র একটি বিশেষ সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় মঞ্চে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় – “Tracing Tagore’s Legacy in America” (বিশ্বকবির ঐতিহ্যের খোঁজে – আমেরিকায়) শিরোনামে। আমেরিকানিবাসী বিশিষ্ট তথ্যচিত্রনির্মাতা ড.কল্লোল বসু এটি তৈরি করেছেন। কবিগুরুর আমেরিকা ভ্রমণ এবং সেই দেশ ঘিরে কবির অনুভূতি, তার সাথে বিশিষ্ট রবীন্দ্রবিশেষজ্ঞগণের বিশ্লেষণ এই সমস্ত বিষয় সম্বলিত তথ্যচিত্রটি, যা শ্রোতাদের অভিভূত করে। শেষলগ্নে সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শেষ হয়। সমগ্র অনুষ্ঠান সুদক্ষভাবে সঞ্চালনা করেন শ্রী দেবাশীষ বসু।

Post Comment

You May Have Missed