৮৩ তম বার্ষিক সারা ভারত মণিমেলা শিশু-কিশোর শারীর শিক্ষণ শিবির,আমোদপুর জয়দুর্গা উচ্চ বিদ্যালয়ে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
দেশমণিকার বিমল ঘোষ যার ছদ্মনাম ছিল মৌমাছি।তিনি প্রতিষ্ঠিত করে গেছেন “মণিমেলা”র। এবার ৮৩ তম বার্ষিক সারা ভারত মণিমেলা শিশু-কিশোর শারীর শিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বীরভূম জেলার আমোদপুর জয়দুর্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে।পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলা সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকেও মণি ভাই-বোন ও কর্মীরা উক্ত শিবিরে অংশগ্রহণ করে।
আবাসিকগত ভাবে এই প্রশিক্ষণ শিবিরে প্রায় ৩৫০জন মণি ভাই-বোন ও ৫০ জন প্রশিক্ষক,কর্মী ভাই বোনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি জমজমাট হয়ে ওঠে এবং সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হয়।উল্লেখ্য গত ২৪শে ডিসেম্বর প্রদীপ প্রজ্জ্বলন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করেন লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ সিংহ।এছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ড:সামিরুল ইসলাম, সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু, আমোদপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রাজেন্দ্রনাথ চন্দ্র, সোমনাথ সাধু,রাজীব ভট্টাচার্য, সঞ্জীব মজুমদার, নির্মল মন্ডল ও শিবির পরিচালক মন্ডলীর সম্পাদক উজ্জ্বল সেন,
এবং মণিমেলা মহাকেন্দ্রের সহ-সভাপতি সরোজিত কুমার দে, অসিত কুমার মুখার্জী সহ বহু বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ববর্গ।অনুষ্ঠান চলাকালীন সপ্তাহের অন্যান্য দিনে
শিবিরে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন সাঁইথিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজন পান্ডে, সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। শিবিরের শেষ দিনে নাচ,ড্রিল,প্যারেড,যোগা,লাঠি নাচ,ছড়া, নৃত্য, কোরিওগ্রাফি ইত্যাদির দ্বারা নিজেদের প্রতিভা বিকশিত করে।৩০শে ডিসেম্বর রাত্রে শুরু হয় অভিপ্রদর্শনীর আয়োজন। এদিন স্থানীয়দের জন্য খুলে দেওয়া হয় শিবিরের প্রবেশ দ্বার।সমাপ্তি অনুষ্ঠানের
মঞ্চে উপস্থিত ছিলেন সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীলাবতি সাহা, ডাঃ কৌস্তুভ মন্ডল,সুজন পান্ডে সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।