৷৷ আসছে কোজাগরী ৷৷

Spread the love

৷৷ আসছে কোজাগরী ৷৷


………………………………
গৌতম মণ্ডল

শরৎ বলে “যাই যাই …
দুর্গা গেছে আগেই ৷
আসছে এবার কোজাগরী –
সবার ঘরে ঘরেই …

এসো তুমি, কোজাগরী
জ্বালবো পূজার দীপ ৷
শঙ্খ বাজিয়ে কবরো বরণ
বাঁচুক জগৎ – জীব ৷

ঝল্ মলে চাঁদ কোজাগরী
জ্যোৎস্না ছড়িয়ে বলে –
“ওরে …মা এসেছে জগৎ মাঝে
অন্ন দেবে বলে ৷
মুখের, অন্ন দেবে বলে ” ৷

শস্য দায়িনী, অন্ন দায়িনী
কোজাগরী চাঁদ বলো —
তুমি না আসলে বিশ্ব- জগৎ
থাকবে কেমনে ভালো ?

তোমার আর্শীবাদেই মাঠে
আমন ধানের শীষ ৷
মাথা নেড়ে ওঠে, সোহাগের সাথে
সে যে তোমারই শুভাশিস ৷

এসো এসো মা, সোনার প্রতিমা
ক্ষুধার অন্ন হাতে ৷
পুজিবে বিশ্ব শ্রদ্ধাতে আজ
এই কোজাগরীর রাতে ৷
পুজিবে বিশ্ব শ্রদ্ধাতে আজ
এই কোজাগরীর রাতে ৷
……………………………………..
তাং- ১৫/১০/২০২৪
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷ (W.B)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *