৷৷ দুর্গা মায়ের মুখ ৷৷

Spread the love

৷৷ দুর্গা মায়ের মুখ ৷৷


……………………………..
গৌতম মণ্ডল

কতো জ্যান্ত দুর্গার জ্বলছে চিতা
ঐ জ্বলছে আগুন দাউ – দাউ …
তবু মাটির দুর্গা পাচ্ছে পূজা –
মায়ের বুক কাঁদে হাউ- হাউ !

ঐ চিতার আগুন লেলিহান শিখা –
আজ ধিক্বার দেয় তোমায় ৷
লজ্জা ঘেন্নায় জ্বলছে আগুন —
পূজার প্রদীপ শিখায় !
মায়ের পূজার প্রদীপ শিখায় ৷

ঘরের দুর্গা পায় না তো ভাত
অবঞ্জা অবহেলায় ৷
প্যান্ডেলে আজ মাটির দুর্গা —
কেমন সেজেছে ফুলের মালায় !
দ্যাখো ? কেমন সেজেছে ফুলের মালায় !

ঘরের দুর্গা কাঁদছে সে রোজ
ছিন্ন বসন তাঁর !
তোমার দুর্গা প্যান্ডেলে থাকে —
গলায় রত্নহার ৷
তার গলায় রত্নহার !

ঘরের দুর্গা রইলো পড়ে
বৃদ্ধাশ্রমে কাঁদে !
তোমার দুর্গা – মন্ডপে আলো …
রোশনাই – আলো, রাতে ৷

ওরে… , ঢাক বেজেছে, ঢোল বেজেছে ….
সে কি ! মায়ের পূজার ধুম !
ছোট্ট বেলায় টিপ পরিয়ে
মা খেতো গালে চুম ৷
আমার খেতো গালে চুম ৷

সেই জীবন্ত মা , আসল দুর্গা
সে যে, স্নেহের পরম সুখ ৷
কেমন করে ভুলবো বলো ?
সেই দুর্গা মায়ের মুখ ৷
আমার, দুর্গা মায়ের মুখ
আমার, দুর্গা মায়ের মুখ ৷
………………………………
তাং ১০/১০/২০২৪
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷ (W.B)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *