মেট্রোপলিস মল, হাইল্যান্ড পার্কে এক্সক্লুসিভ কিয়স্ক উদ্বোধনের মাধ্যমে কলকাতা-ভিত্তিক ওশিয়া হার্বালসের খুচরা উপস্থিতি আরও শক্তিশালী


রাজকুমার দাস

প্রথম সিগনেচার ‘ইও দে পারফিউম’ কালেকশন উন্মোচনের মাধ্যমে সুগন্ধি বিভাগে কৌশলগত প্রবেশ
কলকাতা-ভিত্তিক ওশিয়া হার্বালস, ভারতীয় বিউটি ও পার্সোনাল কেয়ার শিল্পে একটি বিশ্বাসযোগ্য ও সুপ্রতিষ্ঠিত নাম, কলকাতার হাইল্যান্ড পার্কে অবস্থিত মেট্রোপলিস মলে একটি নতুন এক্সক্লুসিভ কিয়স্ক উদ্বোধনের মাধ্যমে তাদের খুচরা উপস্থিতি আরও জোরদার করেছে। এই নতুন উদ্বোধনটি ব্র্যান্ডের চতুর্থ কিয়স্ক এবং চলমান রিটেইল সম্প্রসারণ কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কিয়স্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিইও শ্রী জীতেন্দ্র কুন্ডলিয়া, ডিরেক্টর শ্রী দিলীপ কুন্ডলিয়া এবং কো-ফাউন্ডার শ্রী যশ কুন্ডলিয়া ও শ্রী বৈভব কুন্ডলিয়া।

রিটেইল সম্প্রসারণের পাশাপাশি, ওশিয়া হার্বালস সুগন্ধি বিভাগে কৌশলগত প্রবেশের ঘোষণা দিয়েছে—যা একটি পূর্ণাঙ্গ পার্সোনাল কেয়ার ব্র্যান্ডে রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্কিনকেয়ার, হেয়ারকেয়ার, গ্রুমিং, বাথ অ্যান্ড বডি এবং প্রফেশনাল কেয়ার বিভাগে শক্তিশালী ও বিশ্বস্ত গ্রাহকভিত্তি গড়ে তোলার পর, ব্র্যান্ডটি এখন তাদের প্রথম সিগনেচার ফ্র্যাগরেন্স কালেকশন উন্মোচনের মাধ্যমে পারফিউমের জগতে প্রবেশ করল।

নতুন উন্মোচিত এই রেঞ্জে রয়েছে আটটি সুচিন্তিতভাবে তৈরি ‘ইও দে পারফিউম’ ভ্যারিয়েন্ট—স্মোক ভ্যানিলা, ব্ল্যাক রক, আইসি হেইজ, স্কাই ওয়াকার, বার্গা ব্লুম, রোজ বেরি, উড ইউফোরিয়া এবং পিঙ্ক পেপার। প্রতিটি সুগন্ধি ওশিয়া হার্বালসের সচেতন ফর্মুলেশন, প্রিমিয়াম গুণমান এবং দৈনন্দিন পরিশীলিততার দর্শনকে প্রতিফলিত করে, পাশাপাশি বিভিন্ন ধরনের ভোক্তার জন্য সহজলভ্য রাখা হয়েছে।

বিভিন্ন ঘ্রাণ-প্রোফাইল জুড়ে থাকা এই কালেকশনে রয়েছে ফ্রেশ মেরিন নোট, উষ্ণ ও আরামদায়ক ভ্যানিলা ব্লেন্ড, এলিগ্যান্ট ফুলের সুবাস, মশলাদার নোট এবং গভীর উডি আন্ডারটোন। বিভিন্ন মুড, ব্যক্তিত্ব ও উপলক্ষের কথা মাথায় রেখে তৈরি এই সুগন্ধিগুলো দীর্ঘস্থায়ী ও বহুমুখী, যা দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি বিশেষ মুহূর্তের জন্যও উপযোগী। সুচিন্তিত মূল্য নির্ধারণের মাধ্যমে, গুণমান বা পারফরম্যান্সে কোনো আপস না করেই উৎকৃষ্ট সুগন্ধিকে সবার জন্য সহজলভ্য করাই এই কালেকশনের লক্ষ্য।

সুগন্ধি বিভাগে ব্র্যান্ডের প্রবেশ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ওশিয়া হার্বালসের কো-ফাউন্ডার শ্রী যশ কুন্ডলিয়া বলেন,
“আমাদের যাত্রা শুরু হয়েছিল স্কিনকেয়ার দিয়ে এবং স্বাভাবিকভাবেই তা হেয়ারকেয়ার, গ্রুমিং ও অন্যান্য পার্সোনাল কেয়ার বিভাগে বিস্তৃত হয়েছে, যেখানে ভোক্তারা পরিষ্কার ও নির্ভরযোগ্য সমাধান খুঁজছিলেন। সুগন্ধি আমাদের জন্য স্বাভাবিক পরবর্তী ধাপ। পারফিউম অত্যন্ত ব্যক্তিগত—এটি ব্যক্তিত্বকে প্রকাশ করে এবং দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। এই কালেকশনের মাধ্যমে আমাদের লক্ষ্য ছিল এমন সুগন্ধি তৈরি করা, যা পরিচিত অথচ স্বতন্ত্র মনে হবে এবং ভোক্তাদের আত্মবিশ্বাস ও স্বতঃস্ফূর্ততার সঙ্গে নিজেদের প্রকাশ করতে সহায়তা করবে।”

নতুন কিয়স্ক উদ্বোধনের গুরুত্ব সম্পর্কে তিনি আরও বলেন, “কলকাতা সবসময়ই ওশিয়ার বৃদ্ধি ও পরিচয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শহরে প্রতিটি নতুন টাচপয়েন্ট আমাদের কাছে বিশেষ মূল্য বহন করে। মেট্রোপলিস মল, হাইল্যান্ড পার্কে আমাদের কিয়স্কের উদ্বোধন আমাদের ভোক্তাদের আরও কাছাকাছি নিয়ে আসে এবং তাদেরকে আরও ইমার্সিভভাবে আমাদের পণ্যের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দেয়। আমরা দেখতে পাচ্ছি, অনেক ক্রেতাই কেনার আগে পণ্য ব্যবহার করে দেখতে পছন্দ করেন, এবং এই ফরম্যাটটি আমাদের অর্থবহ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে।”

২০০৯ সালে প্রতিষ্ঠিত এবং কলকাতা সদর দপ্তরভিত্তিক ওশিয়া হার্বালস উদ্ভাবন, গুণমান এবং ভোক্তাদের আস্থার ওপর ভর করে সারা ভারত জুড়ে ধারাবাহিকভাবে তাদের উপস্থিতি বাড়িয়েছে। বর্তমানে ব্র্যান্ডটির পোর্টফোলিওতে স্কিনকেয়ার, হেয়ারকেয়ার, বাথ অ্যান্ড বডি, গ্রুমিং এবং প্রফেশনাল কেয়ার মিলিয়ে ৪৫০টিরও বেশি পণ্য রয়েছে। সব ফর্মুলেশনই ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং প্রকৃতির উপকারিতা কাজে লাগিয়ে আধুনিক ভোক্তাদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে তৈরি।

বর্তমানে ওশিয়া হার্বালস সারা ভারতে ২৫,০০০-এরও বেশি খুচরা বিক্রয় কেন্দ্রে, সমস্ত প্রধান ই-কমার্স প্ল্যাটফর্মে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট -এর মাধ্যমে উপলব্ধ। মেট্রোপলিস মলের কিয়স্ক উদ্বোধন ব্র্যান্ডটির ওমনিচ্যানেল উপস্থিতি আরও শক্তিশালী করা, সহজলভ্যতা বাড়ানো এবং দেশজুড়ে ভোক্তাদের কাছে উচ্চমানের, প্রকৃতি-অনুপ্রাণিত বিউটি ও পার্সোনাল কেয়ার সমাধান পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

Previous post

আদিত্য অ্যাকাডেমির ‘জেননেক্সট ২০২৫’-এ ভারতের সভ্যতা থেকে বিকশিত ভারত ২০৪৭-এর যাত্রাপথ

Next post

পথশ্রীর চতুর্থ পর্যায়ের রাস্তার কাজের সূচনায় সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও ।

Post Comment

You May Have Missed