জুনিয়র মিস ইন্ডিয়ায় কম্পিটিশনে তৃতীয় স্থান অধিকার করে সকলকে চমকে দিল পূর্ব বর্ধমান জেলার ভাতারের শ্রেষ্ঠা গুপ্ত।

জুনিয়র মিস ইন্ডিয়ায় কম্পিটিশনে তৃতীয় স্থান অধিকার করে সকলকে চমকে দিল পূর্ব বর্ধমান জেলার ভাতারের শ্রেষ্ঠা গুপ্ত।

শ্রেষ্ঠা জানান,
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৭২ জনের মধ্যে আমি তৃতীয় স্থান অধিকার করি।

খেলাধুলা,পড়াশোনার পাশাপাশি জুনিয়র ইন্ডিয়ার খেতাব এবার এলো পূর্ব বর্ধমান জেলার নামে।

পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরুয়ার অঞ্চলের রামপুর গ্রামের
অতনু গুপ্তর একমাত্র মেয়ে
শ্রেষ্ঠা গুপ্ত, বর্তমানে সে পড়াশোনা করছে দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলে একাদশ শ্রেণীতে।
সে পড়াশোনায় যেমন ভালো তেমনি তার ইচ্ছে সে বড় হয়ে বড় মডেলিং হবে।
সেই ইচ্ছামতো সে রাজস্থানের জয়পুরে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। চলতি মাসের ছয়, সাত, আট তারিখে সেখানে কম্পিটিশন হয়।

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছিল ১৭২ জন কিশোরী ।

সেই কম্পিটিশনে শ্রেষ্ঠা গুপ্ত
তৃতীয় স্থান অধিকার করে।

তার এই সাফল্যে যেমন খুশি পরিবারের লোক ঠিক খুশি ভাতার তথা পূর্ব বর্ধমান জেলার মানুষ।

তার মা স্বপ্না গুপ্ত জানান,
আমরা সেই ভাবে এই ধরনের কম্পিটিশন হয় জানতাম না ।
গত বছর আমরা বিষয়টি জানতে পারি।
প্রথমে অনলাইনে কম্পিটিশন হয়, পরে দ্বিতীয়বার কলকাতায় হয়। ফাইনাল হয় রাজস্থানের জয়পুরে। আমার মেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে খুব ভালো লাগছে।

শ্রেষ্ঠা গুপ্ত জানান আমার বড় হয়ে মিস ইন্ডিয়া অংশগ্রহণ করার ইচ্ছে আছে ।সকলে আমাকে আশীর্বাদ করবেন।

তার এই সাফল্যে খুশী ভাতারের রামপুর গ্রামের সকল মানুষ।

ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

Post Comment

You May Have Missed