রাজনগরের লাউজোড় উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী নানান অনুষ্ঠান
রাজনগরের লাউজোড় উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী নানান অনুষ্ঠান
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
রাজনগর ব্লকের লাউজোড় উচ্চ বিদ্যালয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০ শে জানুয়ারি মঙ্গলবার থেকে এই বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন শুরু হল। চলবে আগামী ২২ শে জানুয়ারি পর্যন্ত এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বাদ্যযন্ত্র সহকারে পদযাত্রা বের হয়।নাটক, নৃত্য, পুতুল নাচ, কৃষি ও গবেষণামূলক আলোচনা, ম্যাজিক, কবিগান, কাঠি নাচ,রায়বেশে ইত্যাদি অনুষ্ঠিত হবে বলে বিদ্যালয় সূত্রে জানা যায়।মঙ্গলবার বিশিষ্ট শিক্ষক শান্তি মুখোপাধ্যায় ও সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষক জীবন মুখোপাধ্যায়, বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ সুকুমার সাধু, প্রধান শিক্ষক দিলীপ ডোম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও বিদ্যালয়ের ভূমিদাতাগণ।
বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন বিদ্যালয়ের যে কোন প্রয়োজনে আমরা সব সময় এই বিদ্যালয়ের সাথে আছি। এই বিদ্যালয় আরো উন্নতি লাভ করুক এই কামনা করছি।



Post Comment