সেখ নিজাম আলম,
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সেহারাবাজার রহমানিয়া আল-আমিন মিশনের উদ্যোগে সেহারাবাজার নার্সিংহোমের ব্যবস্থাপনায় এবং দক্ষিণ দামোদর নিউজ এর সহযোগিতায় লাদাকে শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।
রক্তদান শিবির অনুষ্ঠানের উদ্বোধন করেন এসডিপিও (সদর সাউথ) আমিনুল ইসলাম খান। তাছাড়া এই শিবিরে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ থানার ওসি প্রসেনজিৎ দত্ত ,সেহারাবাজার আউট পোষ্টের বড়োবাবু রাকেশ মাহাতো , সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন এর সম্পাদক হাজী কুতুবুদ্দিন, সম্পাদক শফিকুল ইসলাম , সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন এর সভাপতি
হাজি বদরুল আলম, বিশিষ্ট সমাজসেবী আজিমউদ্দিন, বিশিষ্ট সাংবাদিক বৈদ্যনাথ কোনার, সেখ নিজাম আলম সহ বিশিষ্টজনেরা। এদিন ৬২জন রক্তদাতা তাদের অমূল্য রক্তদান করেন।
স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় কলকাতা কোঠারি ব্লাড ব্যাংকে ।