মোহন সিং
সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের(এসবিএসটিসি) চেয়ারম্যান হলেন কর্ণেল দীপ্তাংশু চৌধুরী।শনিবারই রাজ্য সরকারের তরফে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। কর্নেলকে এই দায়িত্ব দেওয়ার পরে পশ্চিম বর্ধমান জেলা তথা আসানসোল শিল্পাঞ্চলের তাঁর সমর্থকদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। আসানসোল পুরনিগমের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি তাকে অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গতঃ, কর্ণেল দীপ্তাংশু চৌধুরী পশ্চিম বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেসের পর্যবেক্ষক হিসাবে রয়েছেন। দিন কয়েক আগেই এসবিএসটিসির চেয়ারম্যান ফলতার বিধায়ক তমোনাস ঘোষ প্রয়াত হন। তারপর থেকে এসবিএসটিসির চেয়ারম্যানের পদ খালি হয়ে যায়।