এস আই আর নিয়ে মানুষের ভোগান্তির প্রতিবাদে ব্লক অফিসে ডেপুটেশন রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির
এস আই আর নিয়ে মানুষের ভোগান্তির প্রতিবাদে ব্লক অফিসে ডেপুটেশন রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
এস আই আর নোটিশ তথা শুনানি পর্ব ঘিরে মানুষের ভোগান্তি দৈনন্দিন বেড়েই চলেছে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও বিক্ষোভ প্রদর্শন, ডেপুটেশন প্রদান কর্মসূচি অব্যাহত। সেরূপ ২২ শে জানুয়ারি বৃহস্পতিবার রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে স্থানীয় রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারীকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এদিন রাজনগর ইমামবাড়া প্রাঙ্গণ থেকে বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার সহযোগে পদযাত্রা বের করে এবং ব্লক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরবর্তীতে সাতজনের প্রতিনিধি গিয়ে বিডিও র হাতে স্মারকলিপি তুলে দেন। রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির সম্পাদক আবুল ফজল খান বলেন যে আমাদের দাবিসমূহের মধ্যে ছিল ২০০২ সালে নাম থাকা সত্ত্বেও শুনানির নামে অযথা হয়রানি করা যাবে না। যেহেতু নির্বাচন কমিশন বলেছিলেন ২০০২ সালে যাদের নাম থাকবে তাদের সন্তানদের ক্ষেত্রে কোন নথি লাগবেনা। কিন্তু তা সত্ত্বেও তাদের ডাকা হচ্ছে এবং অযথা হয়রান করা হচ্ছে। ব্লকের শুনানি শিবিরে গিয়ে নথিপত্র জমা দিলেও কোন রিসিভ কপি দেওয়া হচ্ছে না। এস আই আর সম্পর্কিত এরূপ অন্যান্য দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে,বিডিও সমস্ত বিষয় গুলো নিয়ে আলোচনা করেন। এবং আশ্বস্ত করেন কোনো বৈধ ভোটার বাদ পড়বে না। শুনানি শিবিরে রিসিভ কপি দেওয়া হবে। ছোট ছোট সমস্যা গুলো বিশেষ করে পদবী সংক্রান্ত বিষয়ে এইআরও,বিএল ও দের নিয়ে মিটিয়ে দেওয়া হবে বলে বিডিও আশ্বাস দেন বলে রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটির বক্তব্য।



Post Comment