আমিরুল ইসলাম,
পেট্রোল পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলেন ভাতারের বিধায়ক সুভাষ মন্ডল।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে গোটা রাজ্যে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সাথে সাথে ভাতারের নিত্যানন্দপুর অঞ্চলের এই প্রতিবাদ মিছিলে শামিল হলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল।
বিধায়ক সুভাষ মন্ডল জানান, কেন্দ্রে যে সরকার রয়েছে যেভাবে বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে করে কেন্দ্র সরকারকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। করোনা ভাইয়ের জন্য আমরা প্রত্যেকটা বুথে বুথে এই প্রতিবাদ মিছিল করছি।
নিত্যানন্দপুর অঞ্চলের পাটনা গ্রামের এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছিলেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল ,নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী ও ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি নূর আলম শেখ।