খায়রুল আনাম
আগামী 24 শে জুলাই থেকে 31 শে জুলাই পর্যন্ত বীরভূমের সমস্ত পুরসভা এলাকায় লক ডাউন ঘোষনা বীরভূম জেলা প্রশাসনের। বিকেল 3PM থেকে পরদিন সকাল 6AM পর্যন্ত লকডাউন ঘোষনা। সিউড়ী, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, দুবরাজপুর। মোট 6 টি পুরসভা এলাকায় লকডাউন।