শ্যামল রায়
পূর্বস্থলী এক নম্বর ব্লকের দামোদর পড়ায় শান্তি ও মানসিক বিকাশ কেন্দ্রে রাখি উৎসব পালন মন্ত্রী স্বপন দেবনাথ এর
সোমবার ছিল রাখি উৎসব পালনের দিন। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ নিজের উদ্যোগে অনাথ শিশুদের জন্য তৈরি করেছেন শান্তি ও মানসিক বিকাশ কেন্দ্র। ব্লকের দামোদর পাড়ায় অবস্থিত এই অনাথ আশ্রমে রাখি উৎসবে মেতে উঠলেন তিনি।
সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক এবং মাথায় টুপি পরিধান করে কচিকাঁচাদের সাথে মেতে উঠলেন এবং প্রত্যেকের হাতে রাখি পরিয়ে দিলেন।
তিনি রাখি বন্ধন এর তাৎপর্য কচিকাঁচাদের সাথে শেয়ার করেন এবং বলেন শান্তি ও মানসিক বিকাশ কেন্দ্রে সকলকে অনেক বড় হয়ে উঠতে হবে।
শান্তি ও ভালোবাসার মধ্যে দিয়ে ভালো কিছু গড়ে ওঠে। এই অনাথ আশ্রম সেইরকম উদ্দেশ্য সফল করার জন্য তৈরি করা হয়েছে শান্তি ও মানসিক বিকাশ কেন্দ্র।