শ্যামল রায়
নদীয়া জেলার বিভিন্ন ব্লকে করোনাভাইরাস এর পজেটিভ বেড়ে যাওয়ায় চিন্তিত স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনিক কর্মকর্তারা।
মঙ্গলবার জানা গিয়েছে যে ইতিমধ্যে করোণায় আক্রান্ত সংখ্যা ৯০৪ জন। জানা গিয়েছে সোমবার একদিনে ধরা পড়েছে ৫৩জন।
জেলা তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গিয়েছে যে চাকদায় ২৭ জন রানাঘাট ১১ জন গয়েশপুর দুইজন শান্তিপুর দুজন কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের দুইজন কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে একজন তেহটটো ২ নম্বর ব্লকে দুইজন রানাঘাট ৬ জন।
সবথেকে অধিকাংশ করো না আক্রান্তের সংখ্যা কল্যাণী হরিণঘাটা তেহটটো চাকদা ব্লকে।
যদিও সুস্থ হয়ে বাড়ি ফিরছে অনেকে তবে এই ধরনের করো না আক্রান্তের ঘটনা ঘিরে বিভিন্ন ব্লকে কনটেইনমেন্ট বাড়ানো হয়েছে তেমনি প্রচার অভিযান এবং কড়া নজরদারী পুলিশের তরফ থেকে রাখা হয়েছে যাতে মানুষের মধ্যে আর করোনা বৃদ্ধির সংখ্যা বেশি না ঘটে।
প্রশাসনিক ও পুলিশ বারবার আবেদন রাখছেন প্রত্যেকেই মাস্ক করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন এমনকি রাস্তাঘাটে প্রচার এবং নজরদারী পুলিশের তরফ থেকে রাখা হয়েছে। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র ইতিমধ্যে জানিয়ে দেয়া হয়েছে মানুষকে সচেতন হতে হবে নাহলে বাজারে হাটে দোকানে যেভাবে মানুষ একসাথে কেনাকাটা করছেন চলাফেরা করছেন এর ফলে আগামী দিন ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে করোনা ভাইরাস তাই সকলকে সজাগ হতে আবেদন জানিয়েছেন তিনি।