কেক কেটে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন

কেক কেটে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন

সেখ সামসুদ্দিন, ২২ জানুয়ারিঃ মেমারি বিধানসভা এলাকার রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয় ১৯৭০ সালের ২২ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। আজ বিদ্যালয়ে ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ক্ষুদিরাম ঘোষ, সদস্য রাজীব ঘোষ, প্রাক্তন সভাপতি ডাঃ সুদর্শন ভট্টাচার্য্য, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভেন্দু ঘোষ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। এদিন বিদ্যালয়ের বর্তমান সভাপতি কেক কেটে প্রাক্তন সভাপতিকে কেক খাইয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সকলকেই কেক খাওয়ানো হয়। বিদ্যালয় পরিচালন কমিটির প্রাক্তন সভাপতি বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে যাদের অবদান ছিল, তাদের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন। পরে ছাত্র-ছাত্রীদের নৃত্য, গান, আবৃত্তি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এদিনে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক কৌশিক মল্লিক সহ দুই শিক্ষিকা জয়শ্রী ঘোষ ও পাঞ্চালী মন্ডল।

Post Comment

You May Have Missed