অচলা প্রেম
স্বপ্না ব্যানার্জ্জী
কি করছো? আজ তো তোমার অফিসের ছুটি…
চলো বাইকে চড়ে গঙ্গার ধারে ঘুরে আসি…
যাবে গো, ওই বলো না একটু.. কি হলো বলো না..
তুমি আর আমি দারুন ভাবে সাজবো.. ঠিক যেন
উত্তম কুমার.. আর.. সুচিত্রা সেনের মতো…
বাইকে চড়ে ঘুরতে যাবো আর ঐ গানটা করবো…
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলোতো.. খুব খুব মজা করবো।
রাস্তা শেষ হয়ে যখন আমরা গঙ্গার ধারে গিয়ে পৌছোবো, তখন বাইক রেখে হাত ধরে গঙ্গার পার দিয়ে অনেক দুর হাঁটবো আর অনেক গল্প করবো।
কি হল বলো কিছু? চুপ করে আছো কেনো?
রাগ করেছো আমার উপর কি করব বলো।
বাড়ীর সকলকে ফাঁকি দিয়ে তবে তো আমি আসি বলো।
তোমার কেন এত ভয়? আমি কোথাও পালাবো না..
বিশ্বাস করো, আমি তোমাকে খুব বিশ্বাস করি।
তোমার কঠিন মন যে আমাকে দুরে সরিয়ে না দেয়।
হয়তো তোমার মত করে সময় দিতে পারবো না আমি।
তবে পালিয়ে যাবো না এটা সত্যি। দুর, আর কথা না, বাদাম কিনি, এ মা এ কি রে… বাদামের ঠোঙা টা নিয়ে চলে গেলো, দুর ভালো লাগে না।
দেখি দেখো… দুরে ঐ দুরে…. নৌকাটাকে…ওখানে আমরা যেতে পারি না?
নৌকাতে তুমি আর আমি বসে দুরে আকাশের তারাদের দেখবো…..
আর চাঁদটা লুকিয়ে বলবে…চালিয়ে যাও চালিয়ে যাওও.. তোমাদের প্রেম……