ঐশিক সেন
মাদার টেরিজার জন্ম দিবস উপলক্ষে স্কাইলাইট সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্যোক্তারা জানান মোট ৫০জন রক্ত দাতা রক্ত দান করবেন।দুর্গাপুরের বিজনের জে সি বোস নতুন পল্লী এলাকায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি, দুর্গাপুর নগর নিগমের জল দফতরের মেয়র ইন কাউন্সিল পবিত্র চ্যাটার্জী, পুরপিতা রাজীব ঘোষ প্রমুখ l