খায়রুল আনাম (সম্পাদক সাপ্তাহিক বীরভূমের কথা)
বীরভূমের ইলামবাজার থানার দ্বারন্দার ফুটবল মাঠের বারপোস্টে সকালে গ্রামেরই সিদ্ধার্থ মালের ঝুলন্ত মৃতদেহ দেখতে পাওয়া গেলে চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইলামবাজার থানার পুলিশ। মৃতের জামার পকেট থেকে পাওয়া যায় একটি চিরকুট। তাতে তিনি লিখে গিয়েছেন, গ্রামেরই এক ভিলেজ পুলিশের সাথে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক থাকার জন্য, তার উপরে তার স্ত্রী মানসিক অত্যাচার করতো। তার ফলেই সে আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন বলে জানিয়ে গিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।