আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আসানসোলের রবীন্দ্র ভবনে পালিত হল পুলিশ দিবস।
কাজল মিত্র
:-মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এর পক্ষ থেকে রবীন্দ্র ভবনে পালিত হল পুলিশ দিবস ।এদিন আসানসোল
পুলিশের কমিশনার সুখেস জৈন এর উপস্থিতিতে রবীন্দ্র ভবনে সকল থানার পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়ার কর্মীদের সামনে একটি ভিডিও প্রস্তাবিত
এর মাধ্যমে কমিশনারেট পুলিশের বিভিন্ন সামাজিক কাজের গতি প্রকৃতি তুলে ধরেন।এছাড়া করোনা আবহে পুলিশ কর্মীরা যে ভাবে পশ্চিম বর্ধমানের সাধারন মানুষ সহ কোটা থেকে আসা ছাত্র ছাত্রী ও পরিযায়ী শ্রমিকদের পাশে যেভাবে পুলিশ পাসে দাঁড়িয়েছে তার একটা উপস্থাপনা করেন তিনি।এদিন কমিশনার সুখেস জৈন বলেন, কোন ঘটনা ঘটলে সেখানে যতো তাড়াতাড়ি পুলিশ পৌঁছাতে পারেন তার ব্যবস্থা করা ও মানুষকে যতো বেশি সম্ভব সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা যায়,সেটাই পুলিসের লক্ষ ।পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারি, তাপস বন্দোপাধ্যায় ও জেলা শাসক পূনেন্দু মাঝি ।এদিন আসানসোল পুলিশের সকল কোভিড যোদ্ধাদের সম্মানিত করা হয়।এছাড়া ও এদিন দশ জন পুলিশ কর্মীদের বিশেষ কাজের জন্য সম্মানিত করা হয়।পুরস্কার তুলে দেন কমিশনার সুখেস জৈন, মেয়র জিতেন্দ্র তেওয়ারি, এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় জেলা শাসক পূনেন্দু মাঝি ,পুরকমিশনার খুরশিদ আলি কাদরি ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।