সেখ সামসুদ্দিন ,
মেমারি ১ ব্লকের সকল দুর্গাপুজো কমিটিকে নিয়ে ব্লকের অডিটোরিয়াম হলে সভা করা হয় গতকাল দুপুরে। সভায় উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক নার্গিস বেগম, বিডিও আইএএস ডাঃ রেহানা বশির, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, সকল কর্মাধ্যক্ষ, সদস্য মধুসূদন ভট্টাচার্য সহ অন্যান্যরা, পঞ্চায়েত প্রধানগণ, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী, ফায়ার ওসি সুব্রত ভট্টাচার্য, সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিকবৃন্দ। এদিন পুজোর অনুমতি, বিশ্ব বাংলা শারদ সম্মান ও নিয়ম শৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা হয়।