কৌশিক গাঙ্গুলি ,
মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বীরভূমের সিউড়ির বিদ্যাসাগর ভবনে শিক্ষকদের শুরু হল ভর্তি প্রক্রিয়ার কাজ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী বীরভূম জেলাতে শুরু হল শিক্ষক শিক্ষিকাদের নিজ জেলায় বদলি প্রক্রিয়ার কাজ। বীরভূম জেলার প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান প্রণয় নায়েক সিউড়িতে জানান বাইরের জেলা থেকে বীরভূমে এলেন 130 জন শিক্ষক শিক্ষিকা। অপরদিকে বীরভূম থেকে 110 জন শিক্ষক শিক্ষিকা যাচ্ছেন বাইরের জেলায়। নিজের জেলায় যেতে পেরে বা অন্য জেলা থেকে নিজের জেলায় আসতে পেরে স্বাভাবিকভাবেই খুশি শিক্ষক-শিক্ষিকারা।