মোল্লা জসিমউদ্দিন টিপু,
; বুধবার দুপুরে কলকাতার ব্যাংকশাল আদালতে আত্মসমর্পণ করতে এসে জামিন পেলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র।২০০৯ সালে নিউ মার্কেট থানা এলাকায় পুলিশ কে প্রকাশ্যে চড় মারার মামলায় অভিযুক্ত মদন মিত্র জামিন টি পেলেন। ব্যাংকশাল আদালতের সংশ্লিষ্ট এজলাসের বিচারক ৩০০ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে জামিন টি মঞ্জুর করেছেন।উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে বহুল আলোচিত রাজনৈতিক ব্যক্তি মদন মিত্রের বিরুদ্ধে ২৯ টি মামলা চলছে। এর মধ্যে ২০০৯ সালে বাম জমানায় কলকাতার নিউ মার্কেট থানা এলাকায় এক ঘটনায় কর্তব্যরত পুলিশ কর্মী কে প্রকাশ্যে চড় মারার অভিযোগ উঠে তৃণমূলের রাজ্য নেতা মদন মিত্রের বিরুদ্ধে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ স্বতঃস্ফূর্ত ভাবে মামলা দাখিল করে।এই মামলায় দীর্ঘদিন হাজিরা না দেওয়ায় সম্প্রতি ওয়ারেন্ট জারী হয় বলে জানা গেছে। বুধবার দুপুরে কলকাতার ব্যাংকশাল আদালতে আত্মসমর্পণ করতে আসেন এই মামলার অভিযুক্ত মদন মিত্র। ৩০০ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে জামিন দেন বিচারক। উল্লেখ্য, চিটফান্ডের প্রায় মামলা অর্থাৎ সারদা – নারদা সহ ২৯ টি ফৌজদারি মামলা চলছে মদন মিত্রের বিরুদ্ধে। এদিন মদন মিত্র সাংবাদিকদের জানান – ” মামলার ভয়ে তৃণমূল ছাড়তে রাজি নই, পারলে বিজেপি এক লক্ষ মামলা দিক আমার বিরুদ্ধে”। এদিন তৃণমূল নেতা মদন মিত্রের আইনজীবী ছিলেন বিশ্বজিৎ বর্ধন এবং শ্যাম যাদব।