জুলফিকার আলি ,
রামনগর থানার নতুন ওসি হলেন সৌরভ চিন্না
বদলি হলেন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার ওসি সুদীপ্ত চক্রবর্তী। তাঁর পরিবর্তে স্থলাভিসিক্ত হলেন তমলুক থানার এসআই সৌরভ চিন্না। অর্থাৎ রামনগর থানার নুতন ওসি হলেন সৌরভ চিন্না। এ দিন তিনি রামনগর থানায় ওসি হিসেবে যোগদান করলেন। তিনি এর আগেও রামনগর থানার ওসি ছিলেন। তবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশসুপার প্রবীণ প্রকাশ বলেন, এটা পুলিশের রুটিন মাফিক বদলি।