কাজল মিত্র
:- সোমবার, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজেপির নেতা কৃষ্ণেন্দু মুখার্জীর উপর গুলি চালানোর কারণে হীরাপুর থানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ উপলক্ষে বিজেপি জেলা সভাপতি লখন ঘোড়ুই বলেন যে, রবিবার রাতে ডলি লজের কাছে বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি কে লক্ষ্য করে গুলি ছোড়া হয় যদিও কৃষ্ণেন্দু বাবু গুলির হাত থেকে প্রাণে বেঁচে যান। তিনি বলেন যে পুলিশকে দেরি না করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।তা না হলে এর বিরুদ্ধে পুরো জেলায় আন্দোলন কর্মসূচি হবে। তিনি বলেন যে দুর্গাপুরের এক তৃণমূলের নেতা গতকালের এক বৈঠকে বিজেপিকে আক্রমণ করার আহ্বান জানিয়েছিলেন এবং তার কয়েক ঘন্টা পরে এই ঘটনা ঘটে।এই বিক্ষোভ কর্মসূচি তে বিজেপি নেতা পবন সিং, শঙ্কর চৌধুরী, সভাপতি সিং, উপাসনা উপাধ্যায়, অমিত গড়াই, সুদীপ চৌধুরী, দীপক দাস সহ কয়েকশ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।