জামুড়িয়ায় খনিতে লবিবাজির অভিযোগ ইউনিয়নের বিরুদ্ধে

Spread the love

কাজল মিত্র,

:- জামুড়িয়ার কুনুষ্টোড়িয়া কলিয়ারি এলাকায় কয়লা খনির খনি পিঠে তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রাক্তন শাখা সহ-সভাপতি ওই কোলিয়ারি তৃণমূল শ্রমিক সংগঠনের শাখা সভাপতির বিরুদ্ধে কোলিয়ারি তে কাজ না করে অন্যায় ভাবে দল ভাঙ্গিয়ে ইউনিয়নের নামে নিজের কাজ চালাচ্ছে বলে অভিযোগ করে এবার খনি চত্বরে প্রতিবাদ দেখালো তৃণমূল সংগঠন এইচ এম এস এর প্রাক্তন সহ-সভাপতি শেখ ওকেশ আহমদ। সোমবার তিনি বেশকিছু জন কয়লা খনির শ্রমিকদের সঙ্গে নিয়ে কয়লা খনির সামনে বিক্ষোভ প্রদর্শন করে পরে ইসিএলের এই কোলিয়ারির এজেন্টের হাতে এইচএস এর শাখা সভাপতি সৌরভ আলী খানের বিরুদ্ধে এক মাস আগে পিটিশন করা অভিযোগ পত্র কোলিয়ারির এজেন্টের হাতে তুলে দেওয়া হয়। আহমেদ দাবি করেন এসএমএসের এই ব্যক্তির কারণে তিনি এইচ এম এস সংগঠনের যুগ্ম সভাপতির পদ ছেড়েছেন, তার দাবি কোলিয়ারির আবাসনে তিন দিন ধরে জল্লা পাওয়ার প্রতিবাদ করায় তিনি ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন সেসময় ম্যানেজমেন্টের হয় তাদেরই সংগঠনের শাখা সভাপতি সোহরাব আলী খান তার বিরোধী দলকে করেন। বর্তমানে তিনি দাবি করেছেন এই সৌরভ আলী খান দীর্ঘদিন ধরে কোলিয়ারি তে কাজ করলেও কোনদিনই কাজে যোগ দেন না শুধুমাত্র পার্টির নাম ভাঙ্গিয়ে তিনি তার কাজকর্ম চালিয়ে যান, এ বিষয়টিকে নিয়ে তিনি লিখিত অভিযোগ করেন। পাশাপাশি খনি চত্বরে বিক্ষোভ দেখান। যদিও যার বিরুদ্ধে এই অভিযোগ সেই এইচএমএস নেতা সোহরাব আলী খান জানিয়েছেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন তিনি কোলিয়ারি তে টেলিফোন মেরামতির কাজে নিযুক্ত রয়েছেন তার যা কাজ রয়েছে তিনি তা সঠিকভাবে পালন করেন যা ইসিএল ম্যানেজমেন্টকে জিজ্ঞাসাবাদ করলে স্পষ্ট হবে বলে দাবি তার। তিনি উল্টে অভিযোগ করেন যে শেখ ওকেশ এহামদকে দল বিরোধী কাজ করার জন্য নেতৃত্ব তাকে পার্টি থেকে বহিষ্কার করেছে তিনি বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যার জন্য তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন আর এই বহিষ্কারের কারণেই তিনি উত্তেজিত হয়ে কোনো অজুহাত না পেয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছেন যা ঠিক নয় বলে দাবি করেন তিনি। সোমবারের এই বিক্ষোভের প্রেক্ষিতে ইসিএলের ওই কোলিয়ারি এজেন্ট স্নেহাশীষ মুখার্জি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তাঁর বক্তব্যে তবে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য রাখতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *