জ্যোতিপ্রকাশ মুখার্জি ,
বস্ত্র বিতরণ, মধ্যাহ্ন ভোজন, বাউল গান প্রভৃতির মধ্যে দিয়ে নিজের ৫৮ তম জন্মদিন পালন করলেন মুর্শিদাবাদের রেজিনগরের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা হুমায়ুন কবির।
বিগত জন্মদিনগুলি একই রকমভাবে পালন করলেও এবারের বাহুল্যতা ছিল বেশি। শক্তিপুর ব্লকের নারকেলবাড়ি গ্রামের নিজ বাসভবনে এক জাঁকজমক অনুষ্ঠান হয়। সেখানে ব্লকের ১৪ টি অঞ্চলের পাঁচ সহস্রাধিক তৃণমূল কর্মীর জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্হা থাকে। দেড় সহস্রাধিক দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র, কম্বল, চাদর, শাড়ি, লুঙ্গি ইত্যাদি। সন্ধ্যায় বসে বাউল গানের আসর।
হুমায়ুন সাহেব বলেন – সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি। অন্যান্য বারের থেকে এবারের জন্মদিন পালনের অনুষ্ঠান একটু বেশি আড়ম্বর পূর্ণ হলেও এরমধ্যে রাজনীতির কোনো ব্যাপার নাই। তৃণমূল কর্মীদের সঙ্গে সঙ্গে বহু সাধারণ মানুষ আমাকে ভালবাসেন। তারাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।