সেখ সামসুদ্দিন,
মেমারি থানার নুদিপুর মোড় এলাকায় পুরানো চটের বস্তা সেলাইয়ের গোডাউনে আগুন লাগে। মেমারি থানা ও মেমারি দমকল আধিকারিকের তৎপরতায় প্রায় ঘন্টা খানেটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও কোনো হতাহতের খবর নেই, তবে ক্ষয়ক্ষতি পরিমান লক্ষাধিক বলে জানান গোডাউন মালিক উজ্জ্বল সাহানি। স্থানীয় সূত্রে জানা যায় এদিন রাত পৌনে এগারোটা নাগাদ, এক ব্যক্তি বাড়িতে যাওয়ার সময় আগুন দেখতে পান। তড়িঘড়ি মেমারি থানায় খবর দেওয়ায়, দমকলে আধিকারিকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দোকান মালিক উজ্জ্বল সাহানির দাবি কেউ ইচ্ছাকৃতভাবে শত্রুতা করে দোকানের পিছনের দিক থেকে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। মেমারি থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে সামগ্রিক ঘটনার তদন্ত করছে ।