সেখ সামসুদ্দিন,
আচমকা সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বালি বোঝাই ডাম্পার। ঘটনাটি ঘটে মেমারি মন্তেশ্বর রোডে মেমারি শহরের হাসপাতাল মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়,গত দুপুরের দিকে বালিবোঝাই ডাম্পটি মেমারির দিক থেকে মন্তেশ্বরের দিকে যাবার সময় আচমকাই সামনের চাকা ফেটে ছয় চাকার ডাম্পারটি রাস্তার উপর উল্টে যায়। গাড়ির ভিতর ড্রাইভার এবং খালাসি ছিল, তবে কারো কোনো ক্ষতি হয়নি। বিশেষ করে দুপুরের সময় ঘটনাটি ঘটার ফলে বড় ধরনের কোনো বিপদ ঘটেনি। রাস্তার উপর উল্টে যাওয়ার ফলে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে মেমারি থানার পুলিশ দ্রুততার সঙ্গে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।