আসানসোল সাংসদ কে আদালত অবমাননার নোটিশ পাঠালেন ডায়মন্ডহারবারের সাংসদ

Spread the love

মোল্লা জসিমউদ্দিন টিপু,

, বুধবার আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় কে আদালত অবমাননার নোটিশ পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী সঞ্জয় বসু উক্ত নোটিশে জানিয়েছেন – ‘ ২০১৭ সালে নভেম্বর মাসে সিটি সেশন কোর্টে অভিষেকের দায়ের করা মামলায় বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় কে তথ্য প্রমাণ ছাড়া তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কু মন্তব্য করতে বিরত থাকতে বলা হয়েছিল, যা কলকাতা হাইকোর্টেও বহাল থাকে’। আদালতের এহেন নির্দেশের মধ্যেই কেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ‘তোলাবাজ’ ভাইপো সম্বোধন করলেন মিডিয়ার সামনে?  তা জানতে চেয়ে তিনদিনের সময়সীমা বেঁধে উক্ত নোটিশ টি পাঠিয়েছেন তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। উল্লেখ্য,সম্প্রতি ডায়মন্ডহারবারের সাতগেছিয়ায় এক প্রকাশ্য জনসভায় অভিষেক বিজেপি নেতাদের তাঁর নাম ধরে ভাইপো সম্বোধন কেন করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।কারও সাহস নেই ভাইপো হিসাবে তাঁর নাম ধরে ডাকবার। এহেন হুশিয়ারির পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ কৈলাশ বিজয়বর্গীদের ‘গুন্ডা’ সম্বোধন করেছিলেন  তৃণমূলের এই হেভিওয়েট সাংসদ। যদিও গুন্ডা সম্বোধনে আইনী লড়াইয়ে নেমে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এইরূপ পরিস্থিতিতে গতবছরের ৩১ শে ডিসেম্বর  আসানসোলের কয়লা পাচার এবং মুর্শিদাবাদের গরু পাচার সহ প্রসাদপ্রতিম বাড়ি নিয়ে মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। সেই তোলাবাজি মন্তব্য কে ঘিরে বুধবার আসানসোলের বিজেপি সাংসদ কে আদালত অবমাননার নোটিশ পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ইতিমধ্যেই আসানসোলের কয়লা পাচার এবং মুর্শিদাবাদের গরু পাচার নিয়ে সিবিআই তদন্ত চালাচ্ছে।সেখানে মূল অভিযুক্ত এনামুল হক এই মুহূর্তে সিবিআই হেফাজতে রয়েছে। পাশাপাশি কয়েকজন আইপিএস সহ পুলিশের দশের বেশি অফিসার সিবিআই জেরার ডাক পেয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *