ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট কমিশনের উদ্যোগে পুলিশ কর্মী দের দেওয়া হলো শীতের টুপি ও গ্লাভস:-
কাজল মিত্র,
ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট কমিশনের উদ্যোগে বুধবার দিন কল্যানেশ্বরী নাকা পয়েন্ট,চৌরাঙ্গী ডুবুরডি,জুবলি,এইচএলজি মোড় এলাকায় কর্মরত পুলিশ প্রশাসন ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে তুলে দেওয়া হলো শীতের টুপি ও হাতের গ্লাভস।
এই অনুষ্ঠানে প্রসঙ্গে সংস্থার স্টেট প্রেসিডেন্ট অনুজ সিং জানান সমস্ত পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারা যেভাবে চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের সেবা করে চলেছে তা অতুলনীয়।করোনা কালে যেভাবে তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রথম শ্রেণীতে দাঁড়িয়ে নিজেদের কাজ করেছে তা বলে বা সম্মান করে প্রকাশ করা যায় না,তাই আজ আমাদের সংস্থার তরফে শীতের টুপি ও হাতের গ্লাভস দিয়ে সন্মান জানানো হলো।
তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বাল বিকাশের সহ সভাপতি নিবেদিতা সোম,সনজ সিং,আশিষ রাম,অজিত সিং সহ আরো অনেকে।