বন সহায়ক নিয়োগে রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের

Spread the love

মোল্লা জসিমউদ্দিন,


বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে উঠে রাজ্য রাজনীতিতে বহু চর্চিত বনসহায়ক নিয়োগ সংক্রান্ত মামলা।এই মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্যের কাছে বনসহায়ক নিয়োগের খুটিনাটি তথ্য বিষয়ে হলফনামা তলব করেছে। আগামী ৪ এর মার্চের আগে এই হলফনামা জমা দিতে রাজ্য কে।গতবছরের নভেম্বর মাসে বনসহায়ক পদে দু হাজার শুন্যপদ পূরণে সারা রাজ্যে দু লক্ষ চাকরিপ্রার্থী এই নিয়োগ পরীক্ষায় বসে। অষ্টম শ্রেণির উত্তীর্ণ ছিল শিক্ষাগত যোগ্যতা।লিখিত পরীক্ষা সহ মৌখিক পরীক্ষা হলেও কোন মেধাতালিকা প্রকাশ পাইনি।মোবাইলে এসএমএসের মাধ্যমে পরীক্ষাকেন্দ্র ও রোল নাম্বার জানানো হয়েছিল। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই স্টেট এডমিনিস্ট্রেট ট্রাইবুনাল ( স্যাট)  তে মামলা চলছে।এরেই মাঝে বন সহায়ক নিয়োগের ১২ এর কাছাকাছি পরীক্ষার্থী  কলকাতা হাইকোর্টের দারস্থ হয় সুবিচার চাইতে। অপরদিকে একদা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতেই মুখ্যমন্ত্রী এই নিয়োগে রাজ্য সরকারের তদন্ত শুরু করবার নির্দেশ দিয়েছেন। তার উপর প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এই নিয়োগে তাঁর কাছে আসা এসএমএস সহ ফোন কল নিয়ে রাজনৈতিক চাপানউতোর বাড়িয়েছেন বিভিন্ন জনসভায়। তাতে বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এই নিয়োগে রাজ্যের কাছে হলফনামা তলব করায় তাতে অন্য মাত্রা পেয়েছে বন সহায়ক পদে নিয়োগ ঘিরে।আগামী  ৪ এর মার্চের আগে রাজ্য সরকার কে এই হলফনামা জমা দিতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *