মোল্লা জসিমউদ্দিন টিপু,
শুক্রবার দুপুরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে টাটাদের সাইরাস মিস্ত্রি কে সরানো বিষয়ক মামলাটি উঠে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলায় উভয় পক্ষের সওয়াল-জবাব চলে দীর্ঘক্ষণ ধরে।শুনানি শেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় – ‘টাটাদের সাইরাস মিস্ত্রি কে সরানো টি আইনগত দিক দিয়ে বৈধ’।উল্লেখ্য, কোম্পানি বিষয়ক ল ট্রাইবুনালে সাইরাস মিস্ত্রি কে পুন বহাল করে রাখার নির্দেশ জারি করা হয়েছিল।এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল পিটিশন দাখিল করেছিল টাটা গ্রুপ।সেখানে আজ টাটাদের সাইরাস মিস্ত্রি কে অপসারণ প্রক্রিয়ায় মিললো ‘সুপ্রিম’ সম্মতি।গত ২০১২ সাল থেকে টাটার ম্যানেজিং থেকে ইস্তফা দেন রতন টাটা।এরপর টাটা গ্রুপের একাংশ শেয়ার হোল্ডার শাপুরাজি পহোলনজি গ্রুপের মালিক সাইরাস মিস্ত্রি কে টাটা গ্রুপের দায়িত্ব দেওয়া হয়। ২০১৬ সালে অর্থাৎ চার বছর পর টাটা গ্রুপ এই সাইরাস মিস্ত্রি কে বরখাস্ত করে থাকে। যা নিয়ে আন্তর্জাতিক বাণিজ্যমহলে তীব্র চাপানউতোর তৈরি হয়।টাটা গ্রুপে সাইরাস মিস্ত্রির শাপুরজি পাহলানজি গোষ্ঠীর শেয়ার রয়েছে ১৮.৩৭ অংশ যা ১ লক্ষ কোটি টাকার অর্থমূল্য। বরখাস্ত হওয়া সাইরাস মিস্ত্রি আইনী চ্যালেঞ্জ জানিয়ে দাবি করেন – ‘ কর্পোরেট গভর্ন্যাসিং নীতি মানা হয়নি বরখাস্ত করার সভায়’। পাশাপাশি টাটা গ্রুপে ভাগিদারীর জন্য ‘প্রো রাটা’ পলিসি চালু করবার আবেদন জানানো হয়। তবে টাটা গ্রুপের তরফে জানানো হয় টাটা কোম্পানিতে বিনিয়োগকারী শেয়ারের বাজারমূল্য দেওয়া হবে সাইরাস মিস্ত্রির শাপুরজি পাহলানজি গোষ্ঠী কে। ঠিক এইরকম পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সাইরাস মিস্ত্রি কে সরানোতে আইনী বৈধতা জানানো হয় আদালতের নির্দেশিকায়।