কাজল মিত্র
:-দোল উৎসবকে ঘিরে দোল খেলায় মাতলেন আসানসোল উত্তর বিধানসভার বিজেপির প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি।এদিন তিনি আসানসোল ভগত সিং মোড় থেকে বার্নপুর বারিময়দান পর্যন্ত সাধারণ মানুষের সাথে শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে দোল ও আবির খেলে একে অপরকে আবির মাখিয়ে এই উৎসব পালন করেন ,এদিন তিনি এলাকার মানুষকে বার্তা দেন যে এই উৎসব সাধারণ মানুষের এক বিশেষ উৎসব সকল ধর্ম নির্বিশেষে একে অপরকে আবির মাখিয়ে এই উৎসবে মেতে ওঠেন আর আমরাও শহরের বিভিন্ন অংশে মহিলা পুরুষ সকলে একত্রিত হয়ে এই দোল খেলায় মেতেছি।তিনি এই দোল উৎসবকে রাজনীতির প্রচার বলে মনে করছেন না।তাছাড়া তিনি সকল দল ও মানুষকে এই দোল উৎসবে একসাথে খেলতে বলেন ।