শিলিগুড়িতে হবে মেট্রোরেল, জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী

Spread the love

মোল্লা জসিমউদ্দিন টিপু,

, একুশে বিধানসভা ভোটে ইতিমধ্যেই তিন দফার ভোটগ্রহণ হয়ে।গেছে।বাকি রয়েছে আর পাঁচ দফার ভোট।আজ অর্থাৎ শনিবার রয়েছে রাজ্যের চতুর্থ দফার নির্বাচন। তার আগেই নির্বাচনী প্রতিশ্রুতির মাধ্যমে সোনার বাংলার স্বপ্ন দেখালেন বিজেপির সর্বভারতীয় নেতা তথা দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুক্রবার কলকাতায় ভোট প্রচারে এসে একাধারে তৃণমূল নেত্রী কে তুলোধুনো করার পাশাপাশি সাধারণ ভোটারদের কাছে স্বপ্ন ফেরি করলেন অমিত শাহ। ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা কে ভয় পেয়েছেন দিদি’ পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী কে ঘিরে রাখুন মন্তব্যে মমতার তীব্র সমালোচনা করেন বিজেপির সেকেন্ড ম্যান অমিত শাহ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে রাখবার হুমকি তাঁর রাজনৈতিক জীবনে কোন দিন শুনেননি বলে দাবি অমিতের।কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আওতায় রয়েছে বাহিনীর জওয়ানরা,তাই স্বরাষ্ট্র মন্ত্রকের কথায় চলছে কেন্দ্রীয় বাহিনী। তা নিয়ে প্রশ্ন তুলেছেন অমিত। ‘সিটি অফ জয়’ কলকাতা কে সিটি অফ ফিউচার বানাতে চায় বিজেপি। যদি এই রাজ্যে তারা ক্ষমতায় আসে দেশের দ্বিতীয় আর্থিক রাজধানী গড়বার প্রতিশ্রুতি দেন এই গেরুয়া নেতা।কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার ৭০০ কিমি সড়কপথের ভাবনা রয়েছে বিজেপির  । কৃষকদের একাউন্টে ১৮ হাজার টাকা জমা করার ঘোষণাও তিনি করেন।পাশাপাশি প্রতিটি পরিবারের একজনের কর্মসংস্থান সুনিশ্চিত করবে বিজেপি। বাণিজ্য থেকে কৃষি, শিল্প থেকে সাংস্কৃতি ক্ষেত্রে নানান প্রতিশ্রুতি অমিত শাহের। ক্ষমতায় এলে আগামী ৫ বছরে অস্কারের মতো রবীন্দ্রনাথ ঠাকুর – সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পুরস্কার চালু হবে।অপরাধ দমনে কলকাতার প্রতিটি অলিগলিতে থাকবে সিসিটিভি ক্যামেরা। স্টক এক্সচেঞ্জ, ক্যালকাটার মত সংস্থাগুলি পুনজীবন করা হবে মেট্রোরেল, লোকাল ট্রেন কিংবা সরকারি বাসে চাপলে এক কার্ড সিস্টেম চালু হবে। গঙ্গা নদীর সংস্কার করা হবে। পাশাপাশি শিলিগুড়িতে চা পার্ক সহ মেট্রোরেল নির্মাণ করা হবে বিজেপি এই রাজ্যের ক্ষমতায় এলে বলে প্রতিশ্রুতি দেন অমিত শাহ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *