বন্দুক হাতে দুস্কৃতিদের তাড়া খেলেন নানুরের বিজেপি প্রার্থী

Spread the love

খায়রুল আনাম,

 নানুরে  প্রার্থীকে  বন্দুক নিয়ে আক্রমণের অভিযোগে উত্তপ্ত এলাকা 
         
আবারও উত্তপ্ত বীরভূমের নানুর।  বিগত কয়েকদিন ধরেই নানুরের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে।  একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বোমা। বাঁসাপাড়া, সিঙ্গি, হাটসেরান্দি, গোপডিহি, বেলুটি প্রভৃতি জায়গায় বোমাবাজি, আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দেখা গিয়েছে। এবার রবিবার ১১ এপ্রিল  নানুরের বড়া-সাওতা গ্রাম পঞ্চায়েতের  বড়া গ্রামে  নানুর বিধানসভার বিজেপি  প্রার্থী তারকেশ্বর সাহার একটি পথসভায় বন্দুক নিয়ে হামলার অভিযোগ উঠলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গ্রামের উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেসেরও একটি সভা ছিলো। এনিয়েই উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি থেকে বচসা বেধে যায়। তারপরই উভয় পক্ষ  লাঠিসোঁটা নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা চালায় বলে অভিযোগ। গোটা গ্রাম জুড়ে চরম অশান্তকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই সময়ই বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহাকে তৃণমূল কংগ্রেসের লোকজন বন্দুক  হাতে আক্রমণ করে বলে অভিযোগ। তবে, তিনি কোনক্রমে রক্ষা পান। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে সন্ধ্যার দিকে এই ঘটনার জেরে যাতে গ্রামে নতুন করে কোনও অশান্তি না হয় সে জন্য পুলিশ গ্রামে টহল শুরু করেছে। তারকেশ্বর সাহাকে পুলিশ  নিরাপত্তা বেস্টনি দিয়ে গ্রামের বাইরে নিয়ে আসে। ঘটনার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *