কোভ্যাক্সিন নেওয়াদের বিদেশ সফর অনিশ্চিত
এস.মন্ডল,
যারা কোভ্যাক্সিন টিকা নিয়েছেন। তারা যদি বিদেশ সফরে যেতে চান।তাহলে তাদের বিদেশ সফর পুরোপুরি অনিশ্চিত। কেননা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাদের করোনা টিকা তালিকায় ভারত বায়োটেক সংস্থার কোভ্যাক্সিন কে রাখেনি।তাই ভারতীয়রা যে দেশে যেতে চান, হয় সেইদেশের টিকা নিতে হবে কিংবা হু -র তালিকাভুক্ত টিকা নিতে হবে। এই দুটির মধ্যে কোন একটি হলেই তবেই মিলবে বিদেশে যাওয়ার ছাড়পত্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই কোভিশিল্ড, মডার্ন,ফাইজার সহ বেশ কয়েক টি টিকা কে মান্যতা দিয়েছে । তবে কোভ্যাক্সিন কে দেওয়া হয়নি। কেননা হু এর কাছে প্রয়োজনীয় তথ্য এখনও দেয়নি কোভ্যাক্সিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারত বায়োটেক। যদিও জানা গেছে আগামী জুন মাসের মধ্যে সমস্ত তথ্য দিয়ে দেবে ভারত বায়োটেক।