করোনা ও ইয়াস থেকে রক্ষা পেতে দুর্গাপুরে ইস্কনের পুজো

Spread the love

ঐশিক সেন,

দুর্গাপুর : কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছে দেশ ও সারা বিশ্ব l বিশ্ব নাগরিক আজ কালের করাল গ্রাসে অসহায় ভীত l করোনা ক্রমশঃই তার চওড়া থাবা বসাচ্ছে মানব জীবনে l মৃত্যুর মুখ থেকে ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই যায়শ ঘূর্ণি ঝড়ের ভ্রুকুটি l আর এই সব কিছু থেকে সমগ্র মানব কুল কে রক্ষা করতে ঈশ্বর তুষ্টির বিধান দেওয়া আছে শাস্ত্রে l আজ মঙ্গলবার ভক্তরক্ষক নরসিংহ দেবের অভির্ভাব দিবস l দুর্গাপুর ইস্কন শাখার পক্ষ থেকে আজ সকাল থেকে নৃশংহ যজ্ঞ ও ধ্ ন্বত্বরি যজ্ঞ করা হয় l সেবক রা উপবাস এর মাধ্যমে এই যজ্ঞে অংশ নিয়ে বিশ্ব কল্যানে ব্রতী হন l কভিড বিধি মেনে অল্প সংখ্যক ভক্তের প্রবেশ ছিল এদিন মন্দির প্রঙ্গনে l ইসকন দুর্গাপুর শাখার সেবক ঔদার্য চন্দ্র দাস জানান, বিশ্ব শান্তি র জন্য নৃসিংহ দেব ও রোগ মুক্তির জন্য ধ্বন্নত্বরি যজ্ঞ করা হয় l আমরা দ্রুত রোগ ও শোক মুক্ত হব l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *