ভাতারে বিদ্রোহী কবি উপেক্ষিত

Spread the love

আমিরুল ইসলাম,

জন্মদিনেও বিদ্রোহী কবি কাজী নজরুল অবহেলিত ভাতারে।

1306 বঙ্গাব্দে 11 জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।

তিনি খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।

কেউ কেউ উনাকে দুখুমিয়া বলে ডাকতেন।

তিনি দেশ স্বাধীনের জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।
তাই তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত।

তার লেখা বিখ্যাত কবিতা বিদ্রোহী, হিন্দু মুসলমান, আগমনী, ধুমকেতু,

তিনি যে সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন তা চিরস্মরণীয়। একদিকে যেমন তিনি বহু ইসলামিক গান লিখে গেছেন, অপরদিকে তিনি বহু শ্যামাসঙ্গীত লিখে গেছেন।

কিন্তু আজ কবির জন্মদিনে অবহেলিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।

ভাতার বাজারে নাসিগ্রাম মোরে 1419 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছিলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা।
ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল।

কিন্তু আজ কবি কাজী নজরুলের গলায় একটি মালাও জুটলো না।

ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশ চক্রবর্তী জানান, আজ আমরা ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে খুব ব্যস্ত ছিলাম।
তবুও কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করতে পারলাম না খুবই খারাপ লাগছে এটা একটা অনিচ্ছাকৃত ভুল মনের দিকে খুব কষ্ট পাচ্ছি।

অপরদিকে ভাতার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি অশোক হাজরা জানান,
সত্যিই শুনে খুব খারাপ লাগছে খুব বেদনাদায়ক ঘটনা। বিদ্রোহী কবি কে আমরা সম্মান জানাতে পারলাম না তাই। করোনাভাইরাস যেন সবকিছু ভুলিয়ে দিচ্ছে। জন্মদিন পালন না হওয়ায় মনের দিক থেকে আমি খুব মর্মাহত।

সব মিলিয়ে ভাতার নাসিগ্রাম মোরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অবহেলিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *