আমিরুল ইসলাম, ১ জুন,
মঙ্গলকোটের দাসগরে লরির সঙ্গে মারুতির সংঘর্ষে এক শিশুসহ আহত 2।
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বাদশাহী রাস্তার দাসগর গ্রামের কাছে একটি মারুতি অলটো গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে একটি 12 চাকা লরি।
ওই মারুতি গাড়ি তে ছিল 5 জন যাত্রী।
মারুতি গাড়িটি বর্ধমান থেকে কেতুগ্রাম যাচ্ছিল।
মারুতি গাড়ি যখন দাস গ্রামের কাছে আসে হঠাৎ পিছনের ডানদিকে টায়ার পাংচার হয়ে যায়।
তখন মারুতি গাড়ির ড্রাইভার সজোরে ব্রেক করে এবং পিছনে থাকা 12 চাকা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মারুতি গাড়ির পিছনে ধাক্কা মারে।
যার জেরে লরিটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনায় বাদশাহী রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত ঘটে ।পরে ঘটনাস্থলে আসে মঙ্গলকোট থানার পুলিশ এবং যানচলাচল স্বাভাবিক করে।
ঘটনাস্থলে পরিস্থিতি মোকাবেলা করার জন্য রয়েছে মঙ্গলকোট থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর আহতদের বাড়ি কেতুগ্রামের কাঁদড়ায়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে মঙ্গলকোট ব্লক হসপিটালে পাঠায়।