যোগী সরকারের ভাবমূর্তি দেখতে বিজেপির কেন্দ্রীয় দল

Spread the love

 যোগী সরকারের ভাবমূর্তি দেখতে বিজেপির কেন্দ্রীয় দল

ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়,
গত এক বছরের বেশি সময়কালে মারণ ভাইরাস করোনা নিয়ে সবথেকে বেশি আলোচিত হয়েছে উত্তরপ্রদেশের যোগী সরকার।কখনো গঙ্গায় বেওয়ারিশ শয়ে শয়ে লাশ ভাসছে।আবার কখনো বা নদীর চরে এইধরনের লাশ পুতে দেওয়া হয়েছে। তার উপর আবার সেতু থেকে নদীতে লাশ ফেলার ঘটনাও ঘটেছে এই উত্তরপ্রদেশে।শুধু সর্বভারতীয় নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও মুখ পুড়েছে যোগী সরকারের। সামনে বছরেই বিধানসভার নির্বাচন।তাই বাংলার মত বেহাল ফলাফল যাতে না হয় সেজন্য গত সোমবার বিজেপির কেন্দ্রীয় দল এসেছে রাজ্যে।তারা ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের সাথে ঘনঘন কথা সারছেন। বোঝার চেষ্টা করছেন এই সরকারের প্রতি জনগণের ভাবমূর্তি কিরকম তা জানতে। এই প্রতিনিধিদলের প্রতিনিধিত্ব করছেন বিএল সন্তোষ এবং রাধা মোহন সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *