সাধন মন্ডল,
বাঁকুড়া জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে জেলাজুড়ে বিভিন্ন শহর বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক মত আছে কিনা সে নিয়ে অভিযান চালানো হচ্ছে।আজ বাঁকুড়ার একটি দল সিমলাপাল, পি মোড়, রায়পুর, মটগোদা, ফুলকুসমা প্রভৃতি বাজারে হানা দেয় বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিস যেমন তেল, ডাল, চিনি, চাল সহ অন্যান্য মুদিখানা সামগ্রী এমনকি সবজি বাজারে গিয়ে তারা বিভিন্ন সবজির দাম জিজ্ঞেস করে সবজি বিক্রেতাদের, এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন দাম চড়া কিনা। এছাড়া প্রত্যেকটি মুদিখানার দোকানে তাদের দ্রব্যমূল্যের রেট চার্ট টাঙ্গিয়ে রাখতে বলেন। রায়পুরে এক দোকানদারকে সতর্ক করে বলেন যদি আপনার রেট চার্ট বাইরে টাঙ্গানো না থাকে তাহলে আগামী দিনে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকব। বিভাগের আধিকারিক সুশান্ত পন্ডিত তার দলবল নিয়ে বাজারে হানা দিয়েছিলেন। এনফোর্সমেন্ট বিভাগের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। মুদিখানার দোকানে যখন তিনি দোকানদারকে রেট চার্ট টাঙ্গিয়ে রাখার কথা বলেন সেই কথা শুনে খদ্দেররা অনেকটা সচেতন হন তারাও দোকানদারকে বলেন আপনাকে রেটচার্ট টাঙ্গিয়ে রাখতে হবে। এখানে উল্লেখ্য বেশিরভাগ দোকানেই কোনো রেট চার্ট টাঙ্গানো থাকে না। ফলে সাধারণ মানুষ বুঝতেই পারেনা কোন জিনিসের দাম কত দোকানদার যা নেন সেটাই মনে করে তার দাম।