শুভদীপ ঋজু মন্ডল,
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের পিরোলগাড়ি বনাঞ্চলের উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ উৎসব। কার্যালয়ের সামনে গাছ লাগিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পিরোরগাড়ী বনাঞ্চলের বন আধিকারিক বিউটি মল্লিক।এরপর বন কর্মীদের নিয়ে একটি মিছিল বের হয় পিরোরগাড়ি মোড় এলাকায়। পরে এক সাক্ষাৎকারে বন আধিকারিক বিউটি মল্লিক বলেন বনসৃজন খুব দরকার। বিশ্ব উষ্ণায়ন কে ঠেকাতে বনসৃজন এর কোনো বিকল্প নেই। আমরা অজানতে সময়ে অসময়ে অনেক গাছ কেটে ফেলছি সে হারে বনসৃজন হচ্ছে না তবে দক্ষিণ বাঁকুড়ার পিরোরোগাড়ী বনাঞ্চলে বনসৃজনের হার খুব ভালো এখানে প্রতি বছর যা গাছ লাগানো হয় তার 95% সকলের সহযোগিতায় বেড়ে ওঠে। শুধু আমাদের এলাকায় হলেই হবে না সারা বিশ্বে বনসৃজন এর প্রয়োজন ।