পাঁচ বছরের নিচে শিশুদের মুখে মাস্ক নয়

Spread the love

পাঁচ বছরের নীচে শিশুদের মাস্ক পড়ানো যাবেনা, নয়া গাইডলাইন 

এস.জে.আব্বাস, বার্তা সম্পাদক,
মারণ ভাইরাস করোনার আসন্ন তৃতীয় ঢেউ নিয়ে ঘোর দুশ্চিন্তায় শিশুদের অভিভাবকরা।বিভিন্ন অসমর্থিত সুত্রের দাবি – করোনার তৃতীয় ঢেউ এর টার্গেট নাকি শিশুরা।তবে এইমস প্রধান অবশ্য জানিয়েছেন – ‘মারণ ভাইরাস করোনার আসন্ন তৃতীয় ঢেউ এর টার্গেট যে শিশুরা, তা নিশ্চিত নয়।সংক্রমণ মৃদু থাকবে।অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই’।এদিকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য সংস্থা ডিজিএইচএস নয়া গাইডলাইন জারি করেছে শিশুদের ক্ষেত্রে।সেখানে পাঁচ বছরের নীচে শিশুদের মুখে মাস্ক পড়ানো ঠিক নয় বলে জানানো হয়েছে। ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের মুখে মাস্ক পড়ানো যেতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। দীর্ঘক্ষণ মুখে মাস্ক পড়ে থাকলে শিশুদের শ্বাসকষ্ট দেখা যেতে পারে। মুখ ও নাকের চারিপাশে ঘাম জমে র‍্যাশ হতে পারে। অপরিস্কার হাতে বারবার মাস্ক নিয়ে টানাটানি করলে বিপদ হতে পারে। আঠারো বছরের নিচে কোনভাবেই রেমডেসিভি প্রয়োগ করা যাবেনা। অন্য এন্টিভাইরাল দেওয়া যেতে পারে।স্টেরয়েড দেওয়া যাবেনা প্রাথমিক ক্ষেত্রে।মৃদু সংক্রমণ কিংবা উপসর্গহীন দের এন্টি মাইক্রোবিয়াল ঔষধ দেওয়া যেতে পারে।জ্বর হলে প্যারাসাটিমল দেওয়া যাবে।শিশুদের শারীরিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে পুস্টিকর খাদ্য খাওয়াতে হবে বলে জানানো হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *