কোভিড যোদ্ধা বিধায়কের উদ্যোগে কমিউনিটি কিচেন

Spread the love

‘কোভিড যোদ্ধা’  বিধায়কের হাত ধরে কমিউনিটি কিচেন

সেখ সামসুদ্দিন,

; মারণ ভাইরাস করোনা কে জয় করে বাড়ি ফিরেই জনসেবায় হাত দিলেন মেমারির বিধায়ক। বুধবার মেমারি  বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উদ্যোগে বিধায়ক অফিস সংলগ্ন স্থানে কমিউনিটি কিচেন চালু করলেন। কোভিড জয় করে আজই প্রথম বিধায়ক দূরত্ব বিধি মেনে জনসমক্ষে এলেন। কমিউনিটি কিচেনে আজকের মেনু ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি ও মাছভাজা। ফিতে কেটে উদ্বোধনের পর নিজে হাতে খাবার বিতরণ করেন। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, ফাত্তার কয়াল, স্বপন ঘোষাল, পঞ্চায়ত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, ব্লক সহ সভাপতি মহঃ সাজাহান, সন্দীপ পরামানিক, তৃণমূল মাধ‍‍্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, কলানবগ্রাম চক্রের প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মহঃ জাহাঙ্গীর, মেমারি শহর সহসভাপতি আশিষ ঘোষদস্তিদার, বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি, জনপ্রতিনিধি সহ কর্মীবৃন্দ। এদিন দেড় শতাধিক মানুষ দুপুরের আহার করেন। এদিন বিধায়ক ঘোষণা করেন সকল অঞ্চলে একটি করে রক্তদান শিবির করা হবে। ১৭ জুন গন্তার ১, ২৫ জুন নিমো ১, ২৯ জুন গোপগন্তার ২, ৩ জুলাই আমাদপুর, ৭ জুলাই নিমো ২, ৯ জুলাই দেবীপুর, ১৪ জুলাই দুর্গাপুর, ১৬ জুলাই দলুইবাজার ১ অঞ্চলে বিধায়কের উদ‍্যোগে রক্তদান শিবির করা হবে বলা জানা যায়। করোনা আবহে এহেন উদ্যোগে খুশি স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *