শুভদীপ ঋজু মন্ডল,
পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির রায়পুর ব্লক শাখার উদ্যোগে দুয়ারে শিক্ষক কর্মসূচি অনুষ্ঠিত হল রাইপুরের ফুলকুসমায়। উপস্থিত আছেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার সিংহ পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির খাতড়া মহকুমা শাখা সভাপতি আশিষ পতি রাইপুর ব্লক যুব তৃণমূল সভাপতি সঞ্জয় মণ্ডল, পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির রাইপুর ব্লক সভাপতি মধুসূদন মন্ডল ব্লক সম্পাদক অপূর্ব রবি মন্ডল ফুলকুসমা গ্রাম পঞ্চায়েত প্রধান অরুণকুমার গরাই রাইপুর ব্লক যুব তৃনমূল সম্পাদক সনৎ সিংহ , তৃনমূল নেতা চন্ডী লাহা সহ এলাকার শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। ফুলকুসমা সিনেমা হলের সামনে অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দুস্থ ও অসহায় 200 জন মানুষের হাতে শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় এছাড়া কুড়িজন দুস্থ মানুষকে কুড়িটি ত্রিপল দেওয়া হয়েছে। শিক্ষকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু ও জেলা যুব সভাপতি রাজকুমার সিংহ