মোল্লা জসিমউদ্দিন টিপু,
হাওড়া জেলা আদালতের অধীনে আইনী পরিষেবা কেন্দ্রে মিটলো এক বাণিজ্যিক অভিযোগ ।জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সচিব সংঘমিত্রা চট্টপাধ্যায় জানিয়েছেন – “দুপক্ষের সহমতে বকেয়া ১৫ লক্ষ টাকা অভিযোগের নিস্পত্তি ঘটেছে”। ডিএলএসএ এর হাওড়া ফ্রন্ট অফিসে ‘অধিকারদান’ আইনজীবী শাহানাজ আলী খান গত ৬ সেপ্টেম্বর দুই ব্যবসায়ীর হাওড়া থেকে দূর্গাপুর এর দীর্ঘদিনের ঝুলে থাকা টাকা সংক্রান্ত বিবাদ মেটালেন। প্রায় ১৫ লক্ষ টাকার ধার ছিল , দুপক্ষ কে মুখোমুখি বসিয়ে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেললেন এই আইনজীবী। দুই ব্যবসায়ী খুব খুশি যে তাদের আইনের সাহায্যে না নিয়ে বিনা খরচে ৩ বার আলোচনার মাধ্যমে ২ মাসের মধ্যে মিটে গেল তাদের সমস্যা টি।এটি মামলা দাখিল হলে ৩ বছর নুন্যতম সময় লাগতো মিটতে।