গত বছর লকডাউন আবহে সাম্প্রদায়িক হিংসা বেড়েছে
সেখ নিজাম আলম,
, জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী লকডাউন আবহে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সাম্প্রদায়িক হিংসা বেড়েছে ৯৬%। তারা ক্রাইম ইন ইন্ডিয়া শিরোনামে রিপোর্ট প্রকাশ করেছে। তাতে সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, আগের বছরের চেয়ে সাম্প্রদায়িক হিংসা বৃদ্ধির পাশাপাশি ২০২০ সালে তে জাতিদাঙ্গা বেড়েছে প্রায় ৫০ শতাংশ, কৃষিসংক্রান্ত সংঘর্ষ ৩৮ শতাংশ ও আন্দোলন, বিক্ষোভের জেরে দাঙ্গা ৩৩ শতাংশ বেড়েছে।প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত বছরের ২৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত দেশব্যাপী বহাল থাকা সম্পূর্ণ লকডাউনে মহিলা, শিশু, প্রবীণ নাগরিকদের ওপর নির্যাতন, চুরি, ডাকাতি, রাহাজানির মতো অপরাধ সংক্রান্ত দায়ের হওয়া মামলা কমেছে প্রায় ২ লাখ। খুন বেড়েছে সামান্য ১ শতাংশ। ‘হিংস্র অপরাধ’ কমেছে ০.৫ শতাংশ।রাষ্ট্রবিরোধী অপরাধ ২০১৯ এর চেয়ে গত বছর কমেছে ২৭ শতাংশের ওপর। তবে এই মাপকাঠিতে ব্যতিক্রম উত্তরপ্রদেশ। সেখানে এই জাতীয় অপরাধ বেড়েছে। মূলতঃ সরকারের দায়ের করা প্রচুর সংখ্যায় সরকারি সম্পত্তি ক্ষতি করার মামলার জেরে। এগুলির বেশিরভাগই হয়েছে সিএএ-বিরোধী বিক্ষোভের সময়।এনসিআরবির পরিসংখ্যান হল, ২০১৯ এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গার মামলা দায়ের হয়েছিল ৪৩৮টি। ২০২০তে তা বেড়ে হয় ৮৫৭টি। গত বছরের মামলাগুলির বেশিরভাগই ফেব্রুয়ারির উত্তরপূর্ব দিল্লির দাঙ্গা ঘিরে। দিল্লি পুলিশ একাই ৫২০টি সাম্প্রদায়িক দাঙ্গার মামলা করে। বিহার, হরিয়ানা, ঝাড়খন্ডে সাম্প্রদায়িক দাঙ্গার মামলা ছিল যথাক্রমে ১১৭, ৫১টি, মহারাষ্ট্রে সংখ্যাটি ২৬, গুজরাতে ২৩টি। ২০২০তে উত্তরপ্রদেশে একটিও সাম্প্রদায়িক হিংসার মামলা হয়নি।২০২০তে জাতপাতকেন্দ্রিক সংঘর্ষও বেড়েছে। ২০১৯ এ দায়ের হয় ৪৯২টি মামলা, গত বছর ৭৩৬টি। বিহারে সংখ্যাটা সবচেয়ে বেশি। ২০৮। মহারাষ্ট্রে ১২৫, উত্তরপ্রদেশে ১১৬টি, কর্নাটকে ৯৫টি, তামিলনাড়ুতে ৬৯টি।
এনসিআরবির পরিসংখ্যানে পুলিশের দায়ের করা মামলার সংখ্যাই থাকে। ফলে কর্মক্ষেত্রে হাজির পুলিশ কর্মীরা কতটা সাড়া দিচ্ছেন, তারও একটা ছবি ফুটে ওঠে।গত বছর তিনটি কৃষি আইনের বিরুদ্ধেও প্রতিবাদে নামেন কৃষকরা। যার জেরে কৃষি বিক্ষোভের জেরে সংঘর্ষ বেড়েছে। ২০১৯ এ সংখ্যাটা ছিল ১৫৭৯। ২০২০তে তা বেড়ে হয়েছে ২১৮৮টি।২০২০তে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বেড়েছে। সারা দেশে এ ধরনের মোট মামলা দায়ের হয়েছে ১৮০৪টি। ২০১৯ এ সংখ্যাটা ছিল ১০৫৮।সামগ্রিক ভাবে গত বছর সাম্প্রদায়িক হিংসা বেড়েছে ৯৬% মতো। যা মোটেই ভালো নয় অখণ্ড ভারতবাসীর কাছ থেকে।