কয়লা তদন্তে ইডির মামলা দিল্লি হাইকোর্টে, শুনানি ২১ সেপ্টেম্বর

Spread the love

খায়রুল আনাম
একুশে বিধানসভা নির্বাচনের আগে কয়লা তদন্তে একযোগে নেমেছে সিবিআই এবং ইডি।এবার ইডির গুরতর অভিযোগ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুধু অভিযোগই নয়, এই মর্মে মামলা দাখিল হয়েছে দিল্লি হাইকোর্টে।আগামী ২১ সেপ্টেম্বর ইডির দাখিল পিটিশনের শুনানি রয়েছে বলে জানা গেছে। ওইদিনই আবার ইডির দ্বিতীয় তলব  তৃণমূলের এই সাংসদ কে।কী অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের? ইডি আধিকারিকরা আদালতের দ্বারস্থ হয়ে বলেছেন, – ‘কলকাতার কালীঘাট থানায় অভিষেক একটি এফআইআর করেছেন তদন্তকারীদের বিরুদ্ধে। সেই এফআইআরের ভিত্তিতে কলকাতা পুলিশের পক্ষ থেকে ইডি আধিকারিকদের নোটিস পাঠিয়ে বলা হয়েছে কালীঘাট থানায় এসে হাজিরা দিতে।উচ্চ আদালতে ইডি জানিয়েছে, পরোক্ষে তদন্তকারীদের উপর চাপ তৈরি করে আসলে গোটা প্রক্রিয়াটাকে ভেস্তে দিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।গত  এপ্রিলের গড়ার দিকে একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অভিষেক। সম্মানহানির জন্য নথি জাল করার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও তৃণমূলের তরফে বলা হয়েছে, ইডি আধিকারিকদের নোটিস পাঠানোর সঙ্গে অভিষেকের কোনও যোগ নেই। কেন্দ্রীয় এজেন্সি ধারণার বশবর্তী হয়ে হাইকোর্টে গিয়েছেন। ইতিমধ্যেই দিল্লিতে ডেকে অভিষেককে ন’ঘণ্টা জেরা করেছে ইডি। ফের ২১ তারিখ হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূল সাংসদকে। সেদিন তিনি যাবেন কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়। কয়লা মামলায় ইডি তলব করেছিল অভিষেকের স্ত্রী রুজিরা নারুলাকেও। তবে দুই শিশু সন্তানকে রেখে তাঁর পক্ষে দিল্লি গিয়ে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন রুজিরা। তিনি এও বলেছিলেন, ইডি আধিকারিকরা যদি বাড়িতে আসতে চান তাহলে তিনি সমস্ত প্রশ্নের জবাব দেবেন। অভিষেকও ন’ঘণ্টা জেরা থেকে বেরিয়ে বলেছিলেন, সব প্রশ্নের উত্তর দিয়েছি। এবং এও বলেছিলেন, প্রতিহিংসার কাছে মাথানত করব না।এরমধ্যে আগামী ২১ সেপ্টেম্বর ইডির পুনরায় তলব অভিষেক বন্দ্যোপাধ্যায় কে।ওইদিনই আবার দিল্লি হাইকোর্টে ইডির মামলার শুনানি রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *